কাঁদে পরান আজো দীপ নেভা রাতের লাগি
মাটির প্রদীপেই মোর ভালোবাসা ছিল জাগি  
অকাল বৈশাখী ঝড় নিল যারে কেড়ে  
আসে কী আলো তাকে ছেড়ে
না বলা কত কথা আসে মনে
বলি কাকে; বন্ধু আমায় দিয়েছে ফাঁকি।  


রাত গভীরে কুহুর ডাকে;  আসে সে কবিতায়
ঘুম জড়ানো চোখে চেয়ে থাকি; আমি অসহায়
আদরে করে জড়ালে গলা ফুল হারে
ভাবি জ্বলবে প্রদীপ হয়ত আবার অন্ধকারে
খুশিতে ভরবে আকাশ বেলা শেষে
রঙিন রাত আসবে আবার এই আঙিনায়।  


কী বেদনা বসন্ত বাতাসে কারে কহি
আঁখিজলে ভাসাই তরী উজান স্রোতের ঘুর্ণি সহি।



সোনারপুর
১৫.০৪.২০২০