শুধু একটু ভালোবাসার কাঙাল, যা চেয়েছি বারে বারে
ঝাপসা দুচোখে স্মৃতির আলপনা পরিহাস করেছে মোরে
পারিনি বিপথে যেতে, কত শত বিনিদ্র রজনী ছুঁয়ে আছে স্মৃতি
শুধু সিগারেট জানে, তাকে পুড়িয়ে পুড়িয়ে ক্ষত ঢাকতে চেয়েছি
সুদীর্ঘ সময় কেটেছে,  কেটেছে আশায় আশায়, যদি ফিরে পাই
শরীর নয়, মনের হদিশ করেই নিভৃতে বাসনা হয়েছে ছাই
আজো ভাবি আসবে ভালোবাসা দুহাতে গোলাপ পাপড়ি নিয়ে
অস্তাচলের আলোর রেখাকে একবার বলবে শুধু, ভালোবাসি।


কত অশনির বার্তা এসেছে, এড়িয়ে গিয়েছি প্রাণপণে
ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা ! স্থান পায়নি মনে
সময়ের বাঁধা ছন্দ অট্ট হাসি হেসে বলেছে, নির্বোধ কাপুরুষ
নিজেকে সামলে রেখে কি পেলে ? ভালোবাসা শুধু কথার ফানুস
তুমি তো ছড়ালে উলুবনে জীবনের সব মণি মুক্ত, কি পেলে !
স্মিত হেসে উত্তর দিয়েছি,  সমুদ্র দিয়েছি ভরে নোনা জলে
এ ধরায় যত নোনা জল আছে, তাতে আমারো রইল দান
ভালোবেসে কেউ হাসে; কেউ কাঁদে, তবুও ভালোবাসা অম্লান  
যদি চলে যাই সময়ের ডাকে, সব স্মৃতি মাটির কাছে জমা রেখে
ঝরা গেলাপে্র কিছু পাপড়ি ছড়িয়ে দিও, ভালোবাসার কাঙালের বুকে।

সোনারপুর
৮/০৮/২০২০