সত্য বদলায় না, সত্রাসেও সে অবিচল
কালের নিত্য প্রবাহে যাওয়া আসা তার
লুকায় না মুখ, তারে কতটুকুই বা জানি
বুঝি বা না বুঝি; জীবনে সে অবিনশ্বর
না চাইলেও সে আসে; ক্ষণে ক্ষণে উজ্জ্বল
সম্মুখে যা দেখি; অবচেতনে চলে কাটা ছেঁড়া
নুয়ে পড়ে মাথা; আচারে বিচারে অভ্যাসে  
কে আগে; কার জন্য; বুঝি কি তারে !


প্রাণের প্রথম জাগরণে সে ছিল কি ধরায় !
হতবাক মাটি; জল; বাতাস; দীপ্ত উত্তাপ
অনন্তকাল চলবে কাটা ছেঁড়া, সমাধান নেই
বিশ্বাস অবিশ্বাসের নাও চলে আগে পিছে
না জেনে মানি কতকিছু; নিঃস্বার্থ নয় – লোভে  
বুঝে জেনে মানিনা একটুকু, কার পূজ্য কে
আদিপ্রাণ জুগিয়েছে প্রাণবায়ু, পুষ্ট করেছে কোষে
মানুষ ছাড়া, সব নির্বাক;  আদিপ্রাণ - বৃক্ষ ও সে ।


সোনারপুর
২৯/০৪/২০১৯