যদি এমন দিন আসে; বীজহীন হয় সকল ফল; বৃক্ষ  
জন্ম নিলনা অরণ্য, নভোনীল হয় মেঘ শূন্য  
বৃষ্টি এলোনা; থেমে গেল  কালান্তরের চক্র
ফসলের মাঠ জ্বলে পুড়ে খাক, আকালের কর পূর্ণ
নির্বাক আদিপ্রাণ নিঃশব্দে বিদায় নিল নীল গ্রহ হতে
মানুষের কর্ম দোষে; লোভে ; নির্বোধ খড়্গের আঘাতে
হিম নিঃসঙ্গতায় ঢেকে যায় পৃথিবী, শূন্য ধরায়
থাকবে কি সে ! নুয়ে পড়া স্তনের মত ঠোঁটের কাছে !  


সোনারপুর
৩০/০৪/২০১৯