দুহাত জুড়ে দোরে দোরে ঘুরে; বিনীত সুরে ভিক্ষা চাই,    
গণতন্ত্রের ভেলকির কলে ভিক্ষার ঝোলা পূর্ণতা পেলে
সাধারনের দেওয়া করের টাকায় সব্বাই রাজার জামাই  
কে রাখে কার খোঁজ, লুটের বখরায় ব্যস্ত, নানা ছলে      
সাধারন; গরীব; নিঃস্ব; মানুষের কথা সব যায় ভুলে      
ভাবনা একটাই; নিজের ও গুষ্ঠি বর্গের ঘর গোছাই।  


সোনারপুর
০৮.০৫.২০১৯