ভুবন জুড়ে রূপের বাহার সবেতেই সেই কর্ম  
শব্দ যেথায় ব্রাত্য থাকে, কর্মই চেনায় ধর্ম    
ফুলের হাসি গাছের দান, নিরবিচ্ছিন্ন সে কর্ম  
প্রাণের উৎস কর্ম হতেই নয় সে কথার দান
সুন্দর এই জগত মাঝে কর্মেই বাড়ে মান
শ্রমের হয়না বিকল্প কোন, নয় সে ভিক্ষার দান।  


সোনারপুর
৪.১২.২০১৮