এ তুমি কেমন তুমি ভুল করে কী করছ খেলা
বীজ ছড়ালে মানুষ বলে দেখি তাতে জাতের মেলা
দুচোখে আলো দিলে তবুও আঁধার দেখি সকাল বেলা
এ তুমি কেমন তুমি ছলনায় কেড়ে নিলে চেতন মালা।  


কত নামে বয় গো নদী সবার বুকেই স্রোতের ধারা
মেলাও তাদের এক জায়গাতেই কুল যেখানে অকুল পারা
দিলে তুমি এমন আলো যার করুণায় প্রাণ হাসে খিলখিল
একই সে উৎস হতে ঝরালে প্রেমের পরশ ঝিলমিল।


কেন গো কী বাসনায় চেতন কেড়ে, দিলে শুধু বিষের জ্বালা
ফুল ফোটালে সকল বীজেই কেড়ে নিয়ে অভেদ মালা।


সোনারপুর  
২৯.০৬.২০২০