কে সাজালে এমন করে খেলা শেষের ঘুঁটি
ওলট পালট সব চিত্র, ভাঙলে পরিপাটি
লোক লস্কর চেনা জানা সবাই থাকে সরে  
কে কোথা যায় কেউ জানে না কোন পথেতে ঘুরে
কোথায় গোসল আচার বিচার;  মাটি নাকি আগুন
কেইবা শোনায় ধর্ম কথা, শেষ যাত্রার কানুন  
মোড়ক খুলে কেউ দ্যাখে না, লেবেল টুকুই সব
যন্ত্রে তোলে যন্ত্রে নামায়,  হয় না কলরব
চেনা অচেনায় নেই বিবাদ, ধর্মে আঁটিসুঁটি
কে সাজালে এমন করে শেষ যাত্রার ঘুঁটি।


নানা পরিচয়ে ভিন্ন মতের যাচ্ছে সবাই একসাথে
দরজা আঁটা লোহার খাঁচায় গাদাগাদি কোনমতে
নেই অভিযোগ নেই গোঁসা, বলে না হচ্ছে কসুর
সর্বভুকের বাসর ঘরে ঠাঁই মিলবে সকল বপুর
মায়ার বাঁধন আলগা হতে গেল সকল বাঁধন টুটি
কে সাজালে এমন করে কিস্তি মাতের ঘুঁটি ।  


সোনারপুর
৭/০৮/২০২০