সকাল থেকে সন্ধ্যা, ও রুপের নেশায় সারাদিন
খোলা জানালায় তোমাকে খুঁজি, দৃষ্টি আমার ক্লান্তিহীন
আঁকাবাঁকা পথে খেয়ালী খেলায় সবুজের সাথে লুকোচুরি
নীরব পাইন সোহাগে ভেজে, খিলখিল হাসে মেঘ মঞ্জরী
ক্ষণে ক্ষণে সাজো অপরূপ সাজে, বিলাসী ছন্দে বিরামহীন
মোহিনী রূপের দুর্বার স্রোতে ভেসেযায় মন, নিশিদিন।


জলদ ওড়নায় ঢাকা সুঠাম বক্ষ, কপট হাসির আড়ালে
যেন সিক্ত বসনে সলাজ ষোড়শী, চঞ্চল পায়ে যাও চলে
সুরেলা নুপুরের রিমঝিম তানে কত ছবি জাগে মন মুকুরে
সীমানা ছাড়িয়ে খুঁজেযাই দূরে দূরে, ধুপছায়া সব শিখরে
অনিল সাগর যেথায় মিশেছে ভালোবেসে, দৃষ্টির অগোচরে ।
    
নিরাশার তরী বেয়ে, ক্লান্ত আবেশে যখনি নোঙরে রই খুশী  
সহসা দেখি জড়িয়ে আমারে, আঁখি বন্ধনে হাসছ দুষ্টু হাসি  
ইশারায় বোঝালে তুমিই প্রিয়তমা, বিম্বিত মুকুরে শ্রেয়সী।      


সিমলা    
১০/০৮/২০১৮