ক্লান্ত পৃথিবী সত্যি কি পেয়েছে ভয়
মনে মনে জিজ্ঞাসা কবে পাবে জয়
অনাহূত সময়ে জাগে মৃত্যুর উল্লাস
চির চেনা মনে অচেনার অবিশ্বাস
নদী পাড়ে কাশ কথা বলে বাতাসে
পূর্ণিমা চাঁদ একা রাত জাগে আকাশে  
বন্দী মন ছাদেই সারে প্রাতঃ ভ্রমণ  
অজানা আতঙ্কে ঘরেই বন্দী জীবন।


স্বপ্নের শিশু আসবে কি আকাশ হতে
ভালোবাসায় মানুষ আবার উঠবে মেতে
নতুন ভোরে নিকানো উঠোনে তরুণ আলো
ধানের শিষে আনবে সোনালী স্বপ্ন ভালো
মন খারাপের গল্প গুলো থাকবে না শাখায়  
বন্ধন হীন উচ্ছ্বাসে দুঃখের হবে পরাজয় !


সোনারপুর
৩০/.০৮/২০