ঘরে বাইরে কৌশলের চমকে;  মানুষের কুশল যায় যায়  
দিকে দিকে অলীক সাগর; কোথাও সে নিবারিত নয়
সার্থবাহের অধীর আলো নিমেষেই বিকীরিত হয় মন থেকে মনে
অসীম উৎসাহে সংগ্রামের বুনোহংসী পাখা মেলে রাজপথে
উপরে উপরে সত্যের মত প্রতিভাত হলেও আসলে তা নয়
দুয়ে দুয়ে পাঁচের হিসাব; ভোলায় কুশলের আনন্দ অশোভনতায়।  


মানবীয় সময়ের নদীতে অঢেল কৌশল, কুশলের কূল ছাপায়
অঙ্কের নিরঙ্কুশ ভিড়ে কৌশলের জয় হয়, কুশল মুখ লুকায়  
উদ্দাম তর্কের গনগনে আঁচে প্রতারক,  প্রতিভার মোড়ক খোলে  
মানুষের প্রয়োজনে ! নাকি নিরেট আঁধারে কুশল মৃত্যুর কোলাহলে  
রাষ্ট্র; সমাজ চলবে শধুই কৌশলে ! ক্ষমতায়নে অপ্রয়োজনীয় কুশল  
কৌশলের ঘুর্নিপাকে বিপন্ন সমাজ, দ্বিধাগ্রস্ত মানুষ ভাগাভাগির হলাহলে।  

সোনারপুর
০৬.০৬.২০১৯