সব ক্ষেত্রে কুলীনের নাকি আলাদা বাজার আছে  
সেকাল; একাল; আগামীকাল সর্ব কালের মাঝে
থাপা সে কুপিআ; দহলা-নহলা সে খানেওলা  
গ্যান্-ভ্যান সে ঘর্-পার্ , চাপটাবাজ সে চাপলা।


খুনের আসামী গারাদ গুরু, খাতির মেলে সব খোপে্  
নেতা পায় আলাদা যত্ন, সেবার জন্য গাহাকি জোটে
দোহাই দিয়ে ধম্মের হাতে, আশি বছরেও করতো বিয়ে
পাপের বোঝা হয় না লঘু, বোললে কিছু কৌলীন্য নিয়ে !    


আচারে কুলীন, পদেও কুলীন, কুলীন হল না মননে      
পোষাক গুলো বদলে গেছে; সময় নদীর ভাটির টানে
সকল অনিষ্ঠে সিদ্ধ হস্ত, প্রতিজ্ঞার হাত রেখে সংবিধানে    
সামাজ সেবায় এত মানুষ ! তবু হাল ফেরেনা দীনজনে।  


সোনারপুর
১৯.০৫.২০১৯


( থাপা > আড্ডার জায়গা, কুপিআ> জেলের সেল, দহলা-নহলা > মরালগামিনী তন্বীর ছন্দোবদ্ধ চলা , খানেওলা > নাগর , গ্যান্-ভ্যান্>পতিতা পল্লী, ঘর্র-পার্>জুয়াড়ী, চাপটাবাজ>সমকামী, চাপলা>শাগরেদ , গাহাকি > পারিশ্রমিক, খোপে > সেলে )