শক্ত কইরা ধররে বইঠা
লাগছে বাতাস পালে
উজান গাঙে চপলা নাও  
তর তরাইয়া চলে
পালের রশি দেইখা বাঁন্ধিস
না যায় যেন খুলে।


বন্ধু রে ... এ... এ...


উজান গাঙে পাড়ির লগে  
বাতাস বড় কামের
যতন কইরা ধরলে তারে
তরস থাকে নাওয়ের
ঢেউয়ের মাথায় পিছলাইয়া যায়
ললন দিয়া কুলে।


সোনারপুর
২৪.০৫.২০১৯
(ললন > দোলা,  তরস > গতি )