এই বিভীষিকার শেষ কোথায়, মিলবে কি সমাধান
নাকি এ ভাবেই বাঁচবে মানুষ, মুঠোয় ধরে প্রাণ
পৃথিবী ঢেকেছে হিংস্র থাবায়, কবে পাবে পরিত্রাণ    
অন্তহীন ভাবনা কুরে কুরে খায়, স্তব্ধ জীবনের গান    
ভাবনার পরিধি ছাপিয়ে, সামনে নতুন বাঁক প্রতিদিন  
সুখে দুঃখে উছলিত যাপনের স্রোত থমকে শূন্যতায় দিশাহীন ।


কলমের মুখে শুকানো কালি, নির্বাক যন্ত্রনার শোকে
প্রেমে বিরহে মানবিক চেতনায় কে যোগাবে ভাষা মুখে  
কে শোনাবে গল্প কবিতা উপন্যাসে অন্তরের গোপন কথা
কে জানাবে কলমের সম্মান হৃদয়ের কাছে রেখে সদা  
নিরাশার ক্ষত কতটা গভীর কে লিখবে সেই ইতিহাস
কাছে দূরে জগত জুড়ে,  কলমের বুকে দীর্ঘশ্বাস ।


সোনারপুর
২৯/০৪/২১