এই মরবি ? মরলে না শোনা অনেক কথা তোর আত্মা শুনতে পাবে      
মরলে আন্দোলনে খরা কাটে, মরলে তোরা সব সাদারা জমাট বাঁধে      
মরলে তোরা বাড়ে কথার ঝাঁজ, সাত সকালে কারা কারা স্বার্থে কাঁদে    
না,  টানা হেঁচড়ায় লাগবে না , আকাশ যানে স্বর্গে যাবার ব্যবস্থা হবে।    


মরবি ! সংরক্ষিত ঘরে থার্ড ডিগ্রী অথবা খিদের জ্বালায় বুনো মুলে  
সমাজ না চাইলেও আমরা চাই, মরবি ! ডাইন বলে দাগিয়ে দিলে
মরলে আসবে নগদ হাওয়ায় উড়ে, উঠবে ছবি হাতে হাতে মোবাইলে
সব মাধ্যম, হুটার গাড়ী,  কথার তুফান ছুটবে দেখবি পাল তুলে।  


না খেয়ে ভাঙা ঘরে বেঁচে করবি কি?  উৎসবের তো একটা জমি চাই  
এলে তো যেতেই হবে আগে আর পরে, দুঃখের দিন গুনে কি পাবি ছাই
বরাত গুনে বেঁচেই যদি যাস, দাদনে রাখছি বলে ছাপটা কিন্তু চাইই  
যা পাচ্ছিস অনুকম্পার হাত ধরে, যে কটা দিন পারিস বেঁচে নে তাই।  


সত্যিটা কি জানিস ?  মানুষ যখন বে-কসুর বহন করে শবের পরিচয়      
শবের কাঁধে ভর দিয়েই অন্য মানুষ চেতনা দখলের মরিয়া চেষ্টা চালায়  
কাঁচা টাকার অনৈতিক লড়াই হাটে মাঠে, কি করবি হয়ে প্রতিবাদী ?  
চেতনা চিরকাল হেরে ভুত আশ্বাসের ধমকে, সব্বাই কেমন নির্বিবাদী।    


সোনারপুর
০৫/১০/২০২৩