কিছু কথা থাকে মনের অতলে বন্দী
কিছু বা হিমেল বাতাসে ভেসে বেড়ায়
রোদ খোঁজে প্রতিদিন ভিজতে উষ্ণতায়  
কিছু কথা চুপ থাকে হয়নি বলে সন্ধি।  


যাযাবর মন ঠিকানা মানেনি কোন বেলায়
কথার মিছিলে সাক্ষী থেকেছে জানার নেশায়
হারানো সময়ের ছবি সাজিয়ে মনের পাতায়
কত অজানারে রেখেছে ধরে কথার ছায়ায় ।  


কথা হোক ভালোবেসে হলেও তা এলোমেলো
হাসির তুফানে উড়ে যাক জীবনের ভুলগুলো  
মেঘ কাটলেই মনের উঠোনে নামবে স্নিগ্ধ শান্তি
জীবন বাঁচে কি কথা ছাড়া; জনারণ্যে প্রতিবন্ধী।  


সোনারপুর
২/৬/২১