দিন গেলে ফেরে না সে আর আগের ছায়ায়
ভুলতে চাইলে অতীতের কথা সেকি ভোলা যায়
জটিল হিসেব চাওয়া পাওয়ার পথ আগলে দাঁড়ায়
দিন গেলে ফেরে না সে আর আগের ছায়ায়।


কতটা হারিয়ে জীবনে কি পেলে তার হিসেব বেকার
ভাঙনের মত দুঃখরা বেড়ে যায় বিরাম নেই যে তার
ঝাপসা দুচোখ ভাষাহীন সময়ের ছড়ে বাঁধা সে তার
কতটা হারিয়ে জীবনে কি পেলে জেনো হিসেব বেকার।


আজ যা ছিল তোমার কাল তা নয় সময় বলে যায়
পথের ধুলো হয়তো তোমারে চেনে অন্য কেউ নয়  
আশা আর স্মৃতি করে হাসাহাসি হারিয়ে গেলে সময়
হলদে পাতার শ্বাস কেউ কি শুনতে পায় ?  


সোনারপুর
২১/০৫/২০২৩