সভ্য সামাজিক মানুষের মুল ভবনা কি ?  
প্রশ্নটা কি খুব কঠিন; ভাবনায় কি পড়ে ধরা ?  
অন্তত সেই মানুষদের মনে,  আছি যারা ভালো মন্দে
সমাজ নিয়ে নানা ভাবনার জালে জড়িয়ে বিতর্ক বিবাদে
উত্তর মেলে না, নাকি ইচ্ছা করেই যাই দায় এড়িয়ে  
বিতর্ক না থাকলে যেন জীবনের সব স্বাদ যায় উবে  
মান্য অমান্যের ভয় কি তাড়া করে মনের নিভৃত খোপে ?  
নাকি বিচরণের অভয়ারণ্য ছেড়ে বেরোতে ভয় ধরে মনে
সত্য যে ঠিক কি ? বুঝতে অসুবিধা হলেও অসম্ভব নয়
উপরে নেই; নিচে ও নেই,  আছে কেবল মধ্যিখানের নেড়া  
চক্ষুলজ্জায় ছলনার পথ, স্বয়ংসিদ্ধ বাদের পক্ষে হাজার যুক্তি খাড়া  
সব অনুসঙ্গ মানা যায়, তবুও যদি কোন একটা কে মানতো এরা।    


অনুভব বলছে সুস্থ ভাবনা শেষ, সবেতেই অদ্বিতীয় সেই হিংসা  
মানুষে মানুষে দেশে দেশে – জলে স্থলে অন্তরীক্ষে বিষের ছায়া
কতদিন থাকতে এসেছে প্রকৃতিতে, কেউ কি জানে তার দিশা ?  
পরিবর্তন নেই একটুও, কোথাও নেই সুস্থ ভাবনায় বাঁচার নেশা।  


চাওয়ার কোন বিরতি নেই, নিত্য নতুন স্রোতে কথা ভাসে উপমায়
সুবিধা বাদের ব্যখ্যায় দরজা খোলা; কোথায় বেশী লাভ, বয় চেতনায়  
বিয়োজন নয় শুধুই সংযোজন, সংশোধন নয় প্রশ্নাতীত অবলেহন
জনগণ বোড়ে, না বুঝেই হুঁশ হারায় আত্মাহুতিতে জাটিঙ্গার টান  
কুইনিন যে মিষ্টি নয় এ কথা জানা থাকলেও হামলে পড়ে আস্থায়
ভাব বাদের তাবৎ পুঁথিপত্রে কোথাও কি আছে শান্তি মেলে হিংসায় ?
রাজনীতি আর ভাববাদ জড়িয়েছে পরতে পরতে মানুষ বড্ড অসহায়
ভণ্ডামির অস্ত্রে বলীয়ান উভয় পক্ষই মানুষের কথা ভাবার সময় কোথায় !    


সোনারপুর
১৫/১০/২০২৩