মাঝি রে ও মাঝি, কোথা বাইয়া যাও
দিন শেষ তীরে বসে, পার কইরা দাও
ঘর থেকে ও ঘর ছাড়া,  মন পরবাসী
সব জেনেও তুমি তবু থাকবে কি উদাসী !


সকাল গেল হাসি কান্নায়, দুপুরে দায় এলো
সূয্যি ঢলে পাটের পথে আর লাগে না ভালো    
আঁধারে ভয় ধরে মনে, কার কাছে বলি
পাই না খুঁজে বন্ধু সুজন, কেবল কথাকলি।


আলো বিনা বল দেখি কেবা থাকে বেঁচে
শুক্তি পেলাম মুক্তা ছাড়া জীবন নদী সেঁচে  
ঋণ শোধের পাকা খাতায় হিসেব চুকিয়ে দাও
মাঝি রে ও মাঝি, এবার তরী ভেড়াও।  


সোনারপুর
৫/৩/২০২৩