গোদের উপর বিষফোঁড়া জনতার দুর্দশা সীমাহীন
কর্মহীনের খিদে তেষ্টা কেন এত লাগামহীন ?
দুর্দশা ভুলতে স্বল্প-অর্থে পাউচের জানালায় দীর্ঘ লাইন  
উদারতার মহান গুনে মুখবন্ধ; সময় গড়ায় প্রতিবাদহীন।    


গুনিজনের জ্ঞান ফিরিস্তি কানে আসে বৃক্ষ তবু ফলহীন
সম্ভবনার সুপারনোভায় বিস্ফোরণ তবুও প্রায় সব রাত্রি নিদ্রাহীন  
কখনো জোটে কখনো হকের সুযোগ অন্যে লোটে ভয়হীন    
কলাকুশলী ভরা পেটে জ্ঞান বিলায় সুদৃশ্য মঞ্চে আসীন।


কেউ দরগায় কেউ মন্দিরে কেউবা মিছিলে হাঁটে প্রতিদিন
সময়ে সাজ পাল্টে রং পাল্টে হয় ভবিষ্যতের আলাদীন  
জ্যোতিষের ভিন্ন মত বলেন গ্রহ শান্তিটা করিয়ে নিন
সবার কথায় সম্ভবনার বিস্ফোরণ তবুও কেন দুহাত কর্মহীন?    


পেটের খিদেই বাঁচিয়ে রাখে শেয়াল কুমীরের গল্পে প্রতিদিন
কালো কেশ সাদা হয় সময়ের হিসেব টেনে গুরুত্বহীন      
স্বপ্নের কলম এখন কোদালের বাঁট কর্ম করে ভাবলেশহীন
চোর সাধু সবাই এগোয়, লেবেল ছাড়া জনগণই মুল্যহীন।  


সোনারপুর
২৩/০৪/২০২৩