মাটির ঘরেই জন্ম যেন হয়গো বারে বার
এ মাটির ধুলোতে পাই ভালোবাসা, খুশী অপার    
মাটির ঘরেই  বিধাতা যেন পাঠায় আবার
চাইনা প্রাসাদ দালান কোঠা, মোটা ভাতেই ভালো থাকা
নদীর জলেই হৃদয় জুড়াই, যেটুকু পাই শান্তি মাখা
বকুল চাঁপার উদার পরশ, জাগায় মনে অরুপ হরষ  
কালবোশেখের শীতল ধরায় রুক্ষ হৃদয় হয়রে সরস  
মায়ের কোলেই ঘুমিয়ে পড়ি, জোনাক থাকে পাহারাদার ।


ঘরে তৈরি হোগলা মাদুর, যেন মার মমতায় মাখা  
শোয়ার আগেই ঘুম এসে যায়, যায়না তারে রোখা
শ্যামল বরণ ক্ষেতের আড়ে, অড়র ফুলের হাসি
দুঃখের মাঝেও শান্তি আনে, যেমন কালার বাঁশী
পায়রা চড়ুই বন্ধু সবাই, একই চালার নিচে সংসার  
খড়ের চালে মাটির ঘরেই, জীবন খুঁজি বারে বার ।  


সোনারপুর
০৮/০৬/২০১৮