ভিশন যদি স্বচ্ছ হয় কাজ হয়ে যায় সোজা
সরল রাস্তায় কষ্ট কমে মেলে কাজের মজা
বুদ্ধিগুলো দোষের হয় যদি জ্ঞান ছাপিয়ে যায়
মিশন যায় দূরে সরে পদে পদেই ধাক্কা খায়।


চমক ধমক কেউ শোনেনা পাগলেও নিজের ভালো বোঝে
মিশন দেয় হামাগুড়ি কেবল গুটিকয় ভক্ত মাঝে
শুধু শুধুই অর্থ নষ্ট, সময় কাটে বাজে
কিলিয়ে কাঁঠাল পাকালেও কী স্বাদে গন্ধে সে মজে ।


সোনারপুর
০১.০১.২০