মন্ত্রী মশাই বলছে শুনি শপথ নিয়ে ধম্ম কথা    
পাপের ভাগি নয়রে আমি, আমার খাতায় সাদা পাতা  
সমাজ সেবায় রাখিনি ত্রুটি ভোটই আমার ভাগ্য দাতা  
কাঁদলে মানুষ সান্তনা দিই মানুষের জন্যই মাথা ব্যথা।


দিনে দিনে বদলায় রঙ মানুষের সাথে দূরত্ব বাড়ায়
মানুষই হয় চক্ষু শূল মধুর ভান্ডে নজর গড়ায়
নিয়ম নীতির পাঠ চুকিয়ে হাত পাকিয়ে ছক্কা হাঁকায়
গরীবের প্রাপ্যে সম্পদ বৃদ্ধি দলের কাছে মান্যতা পায়।


মন্ত্রী মশাই রাজার জামাই থাকলেও মানুষ আগের জায়গায়  
দালাল সান্ত্রী ঘিরে রাখে জনতা দেখলেই দূরে সরায়
মন্ত্রী খোঁজেন আগামীর জয় ছোট বড় হাজার চামচায়
জয়েই মেলে লাভের বহর , হলেও তা জনতার টাকায়।    


মন্ত্রী মশাই বলেন তবু স্বচ্ছতাই আমার শেষ কথা  
কথা শুনে হাসছে শেয়াল ঝোপে ঝাড়ে যথাতথা
মাথা যখন বেড়া ভাঙে ধম্ম কথা কে আর মানে  
চাটলে শেয়াল মধুর ভান্ড বাঘ কি বসে আঙুল গোনে ?  


সোনারপুর
১৮/০৩/২০২৩