পাপিয়া বোল না কথা আজ ফিরে যাও  
নিরালা নিয়েছি খুঁজে বুকে হাহাকার  
হারানোর কতটা বাকি ভাবছি আবার
পলাশ বনের আগুন পোড়ায় এ মন  
দূরে বসে শুনি তার মৌন রোদন
আঁধিতে ঢেকেছে মন তুফান এ বাও।  


এ কোন সকাল এল সুখরবি হীন  
দুর্গত অযুত প্রাণ ভাবে প্রলয়ের বিন  
দিনদগ্ধা সরণীতে লালটিক অশরীরী ছায়া
প্রাণপিঞ্জরে অশনি দহন আড়ালে হাসে মায়া।  


তবুও ভরসা যোগায় আশা, দুর্যোগ কেটে যাবে
প্রাণের কলতানে পৃথিবী আবার চঞ্চল হবে    
মৌনতা ভুলে হাতের ছোঁয়ায় হাসবে ফুল
মানুষ জিতবেই মানুষই সব, বাকি সব ভুল  
আশা ছাড়া একদিনও মানুষ বাঁচে কী ধরায় !


সোনারপুর
২৯.০৩.২০২০