সাল ১৯২০, ১৭ই মার্চ ব্রিটিশ বাংলার ভাগ্যাকাশে
জাগল এক নতুন আলোর রেখা  
কে জানত সেই আলোই পথ দেখাবে
মুক্তির আলোয় মিলবে নতুন পথের দেখা  
মানব মনের পাতায় পাতায় থাকবে লেখা
উজ্জ্বল এক মহা জোতিস্কের নাম
অগণিত বিশ্ববাসী জানাবে শ্রদ্ধা একটি নামেই
বাঙালির ত্রাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  


সময় বয় আপন স্রোতে রেখে যায় বারতা  
টুঙ্গিপাড়ার মানুষ জানে কেমন ছিল ছাত্রাবস্থা
গরীবের দুঃখ টানত তাঁকে করতেন সাহায্য দান
বইপত্র; নিজের পোশাক মায় বাবার গোলার ধান  
ভাগ্যহারা বাংলার মানুষ ছিল নিজ প্রাণের চেয়েও স্বজন
দেশের জন্য করেছেন ত্যাগ অর্থ, ক্ষমতা, পরিবা্রিক বন্ধন
সহজ সরল কথায় জাতীয়তাবাদের চেতনা জাগিয়েছিলেন মনে
বাঙালি তুমি, মায়ের ভাষাই শক্তি তোমার, এ কথা রেখ স্মরণে
এই মাটি জল আকাশ সব বাঙালির, জীবন দিয়েও রেখ যতনে  
শাসকের রোষে শুধেছেন ভালোবাসার ঋন  দেশের জন্য কারাবরণে ।    


১৯৪৮ থেকে ১৯৬৮ শাসকের রোষে অগণিত বার হয়েছেন গ্রেপ্তার
৭ই মার্চ ১৯৭১ দিলেন মুক্তির ডাক; জনতা উদ্বেল, ঝাঁপায় হানাদার
অত্যাচারের বীভৎস লহুতে ভেসে গেলেও বাংলা, ছাড়েনি তবু হাল  
নতুন সূর্য ওঠে বাংলার আকাশে গভীর সবুজ মাঝে অক্ষয় দীপ্ত লাল ।
    
সাল ১৯৭৫, ১৫ই আগস্ট বাংলার আকাশে ধায় করাল মেঘের ছায়া
বঙ্গবন্ধু সহ ১৮ জন প্রাণ দিলেন, ক্ষমতা লোভি খুনিদের ছিলনা মায়া
তবুও মোছেনি বাংলার আশা, যে অক্ষয় চেতনায় জাগিয়ে ছিলেন তিনি
বাংলা রেখেছে, রাখবে মনে অযুত সময় মৃত্যুহীন আলোর উৎস খানি    
বাঙালির মন বাঙালির প্রাণ শ্রদ্ধার স্মরণে ভাবে, পেয়েও কী হারালাম
হে বাঙালির মুক্তি সূর্য তোমারে জানাই কোটি কোটি শ্রদ্ধার সেলাম।    


সোনারপুর
১৭/০৩/২০২০