ঘুম ভাঙা চোখে ছুটে ছুটে সব হয়েছে শেষ
ছোট ছোট খুশী গুলো আর ভাসে না মনে
ইঁদুর দৌড়ে সুখের খোঁজে ব্যস্ত জীবনে
আকাশের সাথে আর হয় না গল্প একান্তে
বাতাসের সাথে ভেসে যাওয়া দূর দিগন্তে
নদীও হয়ত তেমনি আছে বইছে আগের মত
সন্ধ্যার স্মৃতি ভুলেছি, দেখি রাত্রি হয়েছে কত
ব্যস্ত নগরের কোলাহলে নেই থামার আবেশ।      


হারিয়ে গিয়েছে সবুজ মাঠে মন কেমনের হাতছানি
দূর্বাঘাসে খালিপায়ে মেখে নেওয়া শিশির পরশখানি
নতুন ধানের গন্ধে মাতানো পৌষে শীতের আমেজ
ভোরের খেঁজুরের রস, আহা মন প্রান হত সতেজ  
সুখ খুঁজে খুঁজে অথবা পেটের টানে নাগরিক জীবন
লোহার খাঁচায় ঠান্ডা আবহে  ভুলেছে মাটির গন্ধের রেশ।
  
সোনারপুর
২৭/১০/২০