বন্ধু,  হটাত এসেছি তাবোলে ভেবনা  
গিয়েছি তোমায় ভুলে
সুর জাগে আজো মনের বীণায়  
ভালোবাসার কুলে কুলে।


ঝিলমিল করে তারাদের প্রদীপ
সময়ের রাগ অনুরাগে  
রেখেছি তারে ভোরের স্বপনে  
কুন্তলা সাঁঝে গোপনে।


জীবনের উৎসবে ছিলাম পাশাপাশি
আজো নেই একটুও  দূরে
নবীন আমনের ক্ষেত তেমনি আছে
সৌরভ জাগে ঘুরেফিরে।


ভাবতে যেমন আগের দিনে
আবেগে অশ্রু সজল
তেমনি ভেবো,  না করে ছল
ভালোবাসা আজো অবিরল।        


মনের পাখী যদি হারায় পথ
থেমে যাবে ভাবনার রথ
কমল কুঁড়ির ভাঙবে না ঘুম
হৃদয় দীঘির নীল জলে।


সোনারপুর
২৭/০২/২০২৩