নিশি সোহাগে জ্যোৎস্নাভেজা পদ্ম পাতায় দেখেছি তাকে
লীলায়িত ছন্দে প্রেমের বন্য স্রোতে সৌন্দর্য উদার দিঘির বুকে
নিঃশব্দ মাধুর্য রসে; স্বেচ্ছাচারী চুম্বনে পুলকিত সরোজে
নিগূঢ় রহস্যের অবগুণ্ঠন খুলি রজতাভ মিলনের সাজে।  


তারে দেখেছি; সদ্য প্রসবিনী ধানের পাতায় জ্যোৎস্নালোকে  
নির্জন ক্ষণে আনমনে; উদাসী দিগন্তের ঘরছাড়া ডাকে  
মৌনী দুর্বার নিদ্রাহীন যাপনের সাথী হতে প্রতি প্রান্তরে
মাধবীমালঞ্চে শালের সবুজে বিম্বিত দীপ্তির রজত ভারে ।


তারে দেখেছি মাঝির উদাসী সুরে বৈঠার তালে তালে
ঘরছাড়া নিশাচরের পাখায় নিভৃত ঝিলের জলে
জেগে ওঠা চরের বৃস্তিত আঁচলে; রজত জড়ানো রাতে
পুবের আকাশে নতুন আলোর উৎসুক গুঞ্জন সাথে।


সোনারপুর
১/১০/২০১৮