পার হয়ে গেল একটা বছর তবুও হব না সচেতন
শুনছি, দেখছি মৃত্যুর বিভীশিখা তবুও শৃঙ্খলায় অবনমন
কার দোষ, কেন দোষ, এতেই কি বেঁচে থাকবে জীবন
যদি দেখ একলাই আছো, পাবে তো ফিরে সুখের যাপন !    


যখন দুনিয়া অস্থির বিভীষণ রোষে, তখনো মাতবে হুজুগে    
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সব্বাই মানুষ, বোধ নেই কোন ভাবে    
সাধারণ অসাধারণ সকলেই পাচ্ছো সেবা, আছো বেশ মৌতাতে
ভাবনা এমন; সব দায় স্বাস্থ্যবন্ধুর একশো তিরিশ কোটির ক্ষেতে ।    


অহেতুক ঘোরাফেরা, থুতনিতে ঝুলিয়ে ঢাকনা হয়নি বন্ধ মস্করা
আইন বা বিপদ কিছুতেই নেই বোধ, কোন গ্রহের মানুষ এরা  
ঢেঁকি নেই বটে,  বদ্ধপরিকর কেউ কেউ প্রবাদের রাখতে মান  
অসামাজিক জীব সমাজে পেয়েছে ঠাঁই, অকাতরে মেলে দান !  


সোনারপুর
৩০/০৪/২১