শুধু আশীর্বাদ চায় তোমার আদর্শ মানতে কেউ চায় না
ফটোতে আবক্ষ মূর্তিতে মালা পরিয়েই কাজ শেষ
তোমার দেখানো পথে কেউ ভুলেও হাঁটতে চায় না
শুধু আশীর্বাদ চায় তোমার আদর্শ মানতে কেউ চায় না।  


“শিব জ্ঞানে জীব সেবা” র ভাবনা উল্টো পথে দেয় রওনা  
ভাষণে কৌশলী ছাপ, ধুপ-ধুনো গানে স্মরণ লাগে বেশ  
শুধু আশীর্বাদ চায় তোমার আদর্শ মানতে কেউ চায় না
ফটোতে আবক্ষ মূর্তিতে মালা পরিয়েই কাজ শেষ।


সুন্দর ফ্রেমে বাঁধানো বাণী দেয়াল জোড়া দেখতে পাই  
তার নিচেই দেখি মানবতার মৃত্যু, অন্তরে গভীর আঁধার
কেউ বলে না উঁচু নিচু মূর্খ দরিদ্র সবাই সকলের ভাই
সুন্দর ফ্রেমে বাঁধানো বাণী দেয়াল জোড়া দেখতে পাই ।


মুক্ত উদার দৃষ্টিতে বিশ্ব ভাতৃত্বের ভাবনা আর বেঁচে নাই
মুখোসের মুখ দেখে দেখে চঞ্চল চিত্ত, শুধু সাজের বাহার
সুন্দর ফ্রেমে বাঁধানো বাণী দেয়াল জোড়া দেখতে পাই    
কেউ বলে না উঁচু নিচু মূর্খ দরিদ্র সবাই সকলের ভাই।


সোনারপুর
১২/০১/২০২৩