ঝগড়া বিবাদ যা করছ কর, মানুষকে আর ভুলিও না
দুর্মূল্যে যা জুটছে তাতেই সই, মানুষকে আর বিব্রত করো না
অমূল্য উপদেশে ভেসে সকাল বিকেল, মন কুলের দেখা পায় না  
সময়ে অধিকার প্রয়োগ করেই খুশী, বিনিময়ে কেউ কিচ্ছু চায় না।  


মানুষ জানে উপর ওয়ালা আছে, দয়া দাক্ষিণ্যে দিব্যি কাটায় দিন  
হাসি মুখে সব্বাই ভাল আছে, কেন ভেবে কষ্ট পেয়ে হবে হীন
সময়ের সাথে সব বদলায়, এ কথা জেনেছে মানুষ অভিজ্ঞতায়
দশকের পর দশক জুড়ে সব্বাই বেঁচে আছে শতেক প্রভুর দয়ায় ।


সবেতেই মানুষ আন্তরিক, জেনেছে সব ভালো যার শেষ ভালো তার
যেখানে যেটুকু আছে পড়ে, তাতেও নেই সমাজে সকলের অধিকার
ছোট ছোট গণ্ডীর মধ্যেও মতে আর পথে বিস্তর বিভেদের ভার
মানুষ জানে উৎস কি, জানে নকল বিবাদে আসলে লাভ হয় কার।


স্বপ্নের স্রোত মগ্ন চরায় হারিয়ে গতি, উচ্ছ্বাসে আর মুখর হয় না  
প্রতিশ্রুতির ঝড়ে বন্যায় অভ্যস্ত মানুষ প্রকৃত দুর্যোগেও ভয় পায় না  
জানে সাধু বেশে ঘোরে দাগির দল, সবটাই নাটক, কুমীরের কান্না
জলে দুধ মেশানো সংস্কারের পক্ষে বিপক্ষে কোথাও থাকতে চায় না।  
    
সোনারপুর
১৫/০৭/২১