লঘু বা গুরুতে নয়, সমস্যা অন্য জায়গায়
কুচক্রীর নেই কোন ধর্ম, বোঝার এসেছে সময়
মগজে বিস্ফোরক, ফেরাতে চায় আদিম চারণ ভূমি
আলোতে ভীষণ ভয়, বাঁচে অন্ধকারের নরক চুমি।


সুস্থ ভাবনায় যন্ত্রনা বাড়ে, গুরু ও পায় না ছাড়
আধুনা রাজনীতির অঙ্গ, পছন্দ মাথা ছাড়া ঘাড়
হানাহানিতে ব্যস্ত দুনিয়া, পুঁজির চাহিদার অনুপাতে
লঘু বা গুরু সংখ্যা যাই হোক, পুঁজি সন্তুষ্ট তাতে।


পুঁজির ইশারায় ব্যস্ত কুচক্রী, সহদরের খুন ও নয় ঘৃণ্য      
অনুদানে ঢাকা পড়ে সব দোষ, হলেও মানবতা বিপন্ন
সুবিধা বা অসুবিধায় একটাই ঢাল, সুকঠিন সে বর্ম
জানা বা মানার নেই দায়, প্রচারে ব্যস্ত তার মর্ম।


সোনারপুর
২৪/১০/২১