গুণীর মূল্য গুণীই বোঝে, নির্গুণের থাকে না দায়
মনে তার একটাই রঙ বেচা কেনার হাটে
সত্য ঢাকতে মিথ্যার প্লাবন পঞ্চ মুখে ধায়  
গুণীর মূল্য গুণীই বোঝে, নির্গুণের থাকে না দায়  
দুপায়ে নয়,  চতুস্পদে লম্ফঝম্প অকারনে কসম খায়
স্বার্থে বাঁধা ধর্মের নিশান ওড়ায় মাঠে ঘাটে  
গুণীর মূল্য গুণীই বোঝে, নির্গুণের থাকে না দায়
মনে তার একটাই রঙ বেচা কেনার হাটে ।


সোনারপুর
০১/০২/২০২২