জ্ঞানীর অভব্য আচরণ মানতে পারে না কেউ
যদি ছলকে ওঠে অস্বচ্ছতায় ভরা কলসের ঢেউ
খালি কলস ভালো, সুরে তার থাকে আনন্দ হিল্লোল  
জাহির করে না কখনো জ্ঞানের ভনিতায় কলরোল
চুম্বক জ্ঞানী লোহার কাছে বাকি ধাতুতে সে অজ্ঞ
শতনামে ভেজালে গলা হয় কি সে সুরের জগতে বিজ্ঞ !


সোনারপুর
২৬/০১/২১