বোঝা না বোঝায় থাকলেও ফারাক, আলাদা নয়; সব এক শেষে
কতটা সময় কাটবে কোথায় কোন সাজে, সবটাই তার অজানা
বিশ্বাসের গাছে দোলনা বেঁধে দুলি, চিরাচরিত অভ্যাসে ভালবেসে
বোঝা না বোঝায় থাকলেও ফারাক, আলাদা নয়; সব এক শেষে
জীবন পথে যতই ঘুরি ছদ্মবেশে, মুক্তির মঞ্চে প্রবেশ এক বেশে
ঝামেলা ঝঞ্ঝাট যাই থাক, ও টি পি এসে গেলে চেনা সব অচেনা
বোঝা না বোঝায় থাকলেও ফারাক, আলাদা নয়; সব এক শেষে
কতটা সময় কাটবে কোথায় কোন সাজে, সবটাই তার অজানা।


সোনারপুর
২০/০৩/২০২২