জীর্ন আবাস; জীর্ন পোশাক; মন্দ খাবার চায়না কেউই
জীর্ন মতবাদ দূরে সরিয়ে ; মানুষ বিশ্বাস রাখে নতুনেই
অজানা কে জানতে, নতুন ভাবনায় এগোতে পারে মানুষেই
অনেক যত্নের রঙ মহল ছেড়ে যায় আত্মা, জীর্ন হলেই
নতুন পথ, নতুন মত, যুগে যুগে এসেছে মানবের কল্যাণেই
নতুন শৃঙ্খলার সুচনা হয় সামাজে, আগেও হয়েছিল তাই।


প্রাণী জগত; উদ্ভিত জগত; সব বদলেছে সময়ের প্রয়োজনে
হেরে যাওয়া নয়; নতুন করে বাঁচা, শৃঙ্খলার আবর্তনে।


পুরনোর অভিজ্ঞতা, নতুনের বাস্তবতা পথ দেখাবে শান্তির
সময়ের চালচিত্রে নানা রঙ; সংজ্ঞাও বদলে গেছে মুক্তির
গোলকটা একই আছে; তবুও সীমানার বদল চোখে; অন্তরে
মানুষের আকৃতিও একই আছে, মুক্ত আকাশ নেই, মতান্তরে ।


মনের হরষে এস মিলি সবে, ভয় সংকোচ করি দুর
দুঃখে ;শোকে; আনন্দ; উৎসবে, এখনো যেতে হবে বহু দূর।


সোনারপুর
০৩.০৬.২০১৯