জীবনের সব সার–অসার, মাত্র তিন অক্ষরে সীমাবদ্ধ
জানতে চেয়েও পারে কী জানতে ! কার সৃষ্ট অদৃষ্ট    
নিবিড় রহস্যে ঘেরা আসা যাওয়া, সুখ-অসুখ সকল
পদে পদে ওঠা-পড়া, অস্থির যাপন; নিরাশার ধকল
একই সাথে জন্মেও পথ মত হয় ভিন্ন, সময়ের যাপন
কারো হাসি ক্ষণস্থায়ী; কেহ বা হাসে সারা জীবন।


ভালোবেসে সুখী হতে চায় না, এমন মানুষ কোথায়
নব তরঙ্গের কল্লোলিত প্রবাহ সত্যই কী সুখে ভাসায়
স্বপ্নের যত কুঁড়ি ফোটে কী যাপিত মালঞ্চে স্বহাস্যে  
নাকি প্রেমময় মাটি; ক্ষারে ভরে যায় নীল নৈরাশ্যে
কত অচেনারে হয় জানা; অতি প্রিয়জন দূরে সরে যায়
কুল ভাঙে নিঃশব্দে চোরা স্রোতে; কখনো দুকুল ছাপায়।


প্রতিদিনি ওঠে নতুন সূর্য,  রাত পেরিয়ে আসে সকাল
ক্ষুধার পৃথিবী আঁধারে ঢাকা, আলো দেখে না আগামীকাল
কত শিশু কাঁদে হারিয়ে মাকে, কেহ বা হারায় স্বজন
অদেখা সময়ের নিঠুর উপহাসে ছিঁড়ে যায় সব বন্ধন
অগোচরে কাঁদে বলিষ্ঠ হাত মেলে না আলোর দিশা    
কীসের কারণে যাপনের পথ জুড়ে থাকে শুধু নিশা।


কেউ কী জানে ! মানুষই কেন অদৃষ্টের সহজ শিকার
ভুবন ভরা প্রাণের মাঝে  নেই কী কোন অংশীদার
সকল প্রাণের আছে ক্ষুধা; তৃষ্ণা, প্রেম ভালোবাসা  
সৌভাগ্যের প্রয়োজন একা মানুষের ! অন্যের নেই আশা
যাপনের রঙ্গ মঞ্ছের লুকোচুরি খেলা হয় না দৃষ্ট
ভরা নদীর স্রোতেও ভাসে না নাও, অলক্ষে অদৃষ্ট !


সোনারপুর
১২.০৬.২০২০