সত্যগুলো নির্বিবাদী শান্তির আলোয় উজ্জ্বল চিরকাল  
মিথ্যেগুলো বিষের ভান্ড সময়ে ভীষণ বেচাল  
সময় কি হাঁসের ছানা ডাকলেই দৌড়ে আসে      
খাবার দিলে কল-কলিয়ে পায়ে পায়ে ভালোবাসে।  


শ্রেণী বিভাজন যদি ঘোরায় হাল সমাজ হবেই ছারখার    
তার উপর হয় যদি সদলে অদ্ভুত গোঁয়ার
মানুষের দুর্দশা বাড়বেই এই বাস্তব নিত্যকার
ভাবে মানুষের মনের উপর যেন তাদের পৈতৃক অধিকার ।  


কাঁঠাল পাতার ভোজে ভোলে চতুস্পদ, নয় সকল প্রাণ
যুক্তি বুদ্ধির সমীকরণ নয় ভাববাদের ঘ্রাণ
অমায়িক ব্যবস্থাপনায় কি সমাজের লাভ হয় ?
মানুষ নির্বিবাদী নয়, বুঝতে চাইছে হাওয়া কেমন বয়।  


রাজনীতির অঙ্কে কোন ব্যবস্থাই চিরস্থায়ী নয়, বদলে যায়
ময়দানের প্রতিশ্রুতি ঠিক কতদিন ঘি-ভাত খাওয়ায় ?
দেরিতে হলেও কাটে জনমনে মোহের দোলা
নীরব চোরাস্রোতেই ধস নামে শুরু হয় শেষের বেলা।  

সৎ অসতের সংজ্ঞা বদলায় চিরকাল দিন বদলের ধারায়
প্রসাধনী রূপের বাহার ঘাম ঝরলেই হারায়
রাজনীতিতে মিথ্যা ভাষণ চৌর্যবৃত্তি অত্যাশ্চর্য নয়
ধর্ম গ্রন্থে শপথ কেন ? অভ্যাসে শপথ নিলেই হয়।      


সোনারপুর
৬/৪/২০২৩