পানকৌড়ি মন ডুবছে সারাক্ষণ
ঐ পদ্ম চোখের নীল সায়রে
খুঁজছে গুপ্তধণ - আহা খুঁজছে গুপ্তধণ
এই পানকৌড়ি মন......।।

সেই সকাল থেকে সাঁঝে
সকল কাজের মাঝে
ডুব দিয়ে যায় নীল সায়রে
একটু সুযোগ খুঁজে - একটু সুযোগ খুঁজে।।

পানকৌড়ি মন ভাবছে সারাক্ষণ
ঐ পিঠ ছাপানো এলো কেশে
ঠাস বুনোটে বোনা সেযে কাব্য কথার বুনন
আহা ভালো লাগার বুনন।।

একলা দূপুর বাজায় নূপুর সরস প্রেমের ক্ষেতে
উড়ান দিয়ে নীল আকাশে ভেজে নরম রোদে
একটুকু সেই হাসি, আশা রাশি রাশি
মালা গেঁথে পরে গলায় প্রেমের স্রোতে ভাসি
ওও পানকৌড়ি মন উড়ছে সারাক্ষণ
শীতের মেঘেই বর্ষা খোঁজে - বর্ষা যখন তখন ।।




( ৪৫০ তম  )