সময়, শরীর, মন - মাতিয়ে রেখেছে প্রতিক্ষণ - জীবন
সময়ের ক্যানভাসে তুলির টান, রঙের পসরা সাজায় মন
শরীরের সঙ্গতে, সময়ের মূর্ছনায়, মনের চুলচেরা বিশ্লেষণ
কে ঠিক, কেই বা নয়, তবু একই ক্যানভাসে নানারঙে,
প্রতিনিয়ত ভেসে চলা বিষাদে, হরষে, নিভৃতে সমর্পণ।।


ফুল কি বোঝে ! পাতারা কেন জাগে,  নিয়ে সূর্যের দহন
মাটির অনুতে অনুতে জড়িয়ে থাকা প্রাণের সাত কাহন
রূপ বদলায় জীবনের, সময়ের পাত্রে পাত্রে বিভাজন
কিছুই থেমে থাকেনা, আয়নায় ভাসে ত্রয়ীর অবগাহন
আবেগ, অভিযোগ, ভালবাসা - বিরহের নন্দন কানন।।


দুজনে ভেসে চলে,  বাতাসের পালে,  ঠিকানা অন্তহীন
অস্তিত্বের আঙ্গিনায় দিবা নিদ্রায় সুখের দিন যাপন
অদৃশ্য সুতোয় মাঞ্জার লড়াই, কে কাকে দেয় টেক্কা
কেউ জানেনা কখন সে হবে জয়ী, ক্যানভাস আজ বেখাপ্পা
রং, তুলি সবই মজুত তবুও,  আশা-স্বপনের  ম-র-ণ ।।