প্রাণের পরশ মেলে যেথায় সেকি মূল্যে মাপা যায়
বকুল ছায়ার স্নিগ্ধ সুবাস কথায় কি শেষ হয়
কৃষ্ণচুড়ার রঙের বাহার হৃদয় যখন মাতায়
দেওয়া নেওয়ার শর্ত ভুলে মন পাখিটা পথ হারায়
আমার দিন যে গেল পরবাসে পরশ পাবার আশায়
ভাবনা গুলো এলোমেলো স্বপ্ন রঙিন নাও ভাসায়।


প্রথম যেদিন দেখে ছিলাম শিউলি তলার মাঠে
শিশির জমা হীরক কণায় মন গেছিল ছুটে
কাজ ভোলানো পাগল হাওয়ায় সকল আগল টুটে
পরশ পেতে ভোর বেলাতে যেতাম ক্ষেপার দলে জুটে।


স্মৃতির মালা আজো সতেজ  তারে কোথায় রাখি বলো
দীর্ঘশ্বাসের বাঁশির সুরে কেন আকাশ প্রদীপ জ্বালো
জোনাক ঘেরা অন্ধকারে পরবাসে পথ হারিয়ে যায়
তবু ভাবনা গুলো পর হল না স্মৃতির খেয়া ভাসায়।

সোনারপুর
১৩/১০/২০২০