প্রতিষেধক যদি  না হয় উপযুক্ত, ব্যারামে আরাম দুর-অস্ত    
যতই বলো শিক্ষা মানবতার কথা, খোঁয়াড়ের ভাবনা যায় না  
বাড়তেই থাকে কোষে কোষে, পিছে সহস্র শয়তানী প্রেরণা  
ধার করা অভ্যাসে রুচিশীল, না থাকলেও  নূন্যতম ধারণা
জ্ঞান অনেক দূরের জিনিষ, আক্ষরিক অর্থও নেই জানা
মুখে মুখে আওড়াই বুলি, জাবর কাটি, না বুঝেই মর্মার্থ ।  


রাখালের মুখে স্বর্গের বাণী, ঝাঁপাই জাহান্নামে, বর্ণান্ধ মণি  
সময়ের সাথে স্বার্থের ফাঁদে বদলেছি পোশাক, নয় মন
বিদ্বেষ ব্যারামে খুঁজে তৃপ্তি অহরহ, যাপনে মাছির জীবন
নিজের যা নেই অন্যের কেন থাকবে, উড়ে রাতের ঘুম
নানা অছিলায় বিভীষণ রনে জাগে, আলো নেভানোর ধুম
আসুরিক ভাবনায় লড়াই অহরহ,  আপন ছায়ায় শেল হানি।


অযুত সময় পেরিয়ে এসেও, বুঝিনি আলোই জীবনের সার
আলো ছাড়া সভ্যতা, সমাজ, জীবন সবই নিকষ অন্ধকার।
  
সোনারপুর
২৫/১০/২০২১