অদৃশ্য নিয়মের জালে ঘেরা জাগতিক সকল প্রাণের উপস্থিতি
দৃশ্যান্তর অহরহ, কালচক্রের অবিরাম সুশৃঙ্খল মসৃন গতি
হেলায় চালায় ত্রিলোক জুড়ি, কে সেই জাদুকর, অদেখা স্থপতি    
ভাবে ভাসে কত রূপ; অরূপ তার, জানা নেই তার গতিবিধি    
মঞ্চের আলো আঁধারে সৃষ্টির সূত্র, তবুও গোচরে আসেনি প্রকৃতি  
অপার রহস্যের অবগুন্ঠনেই পথ শেষ, মেনে অলঙ্ঘ আচরণ বিধি।
  
সোনারপুর
১৮.০৯.২০১৮