মানুষ এখন নিজের সাথেই করে অদ্ভুত সব ছলনা
আয়নাটা উল্টে রেখে ডায়লগে করে দেবী বন্দনা
হাবে ভাবে গদগদ, ভাষাতে ভক্তির বান মন্দ না
ভালোবাসার গলা টিপে মেরে; চোখে কুমীরের কান্না
অজুহাতের সস্তা চমক শরীর জুড়ে, করে পণ্ডশ্রম  
ভালো থাকার শেষ ঠিকানা, আহা তুলনাহীন বৃদ্ধাশ্রম !


নিজেই নিজের প্রতারক, মানুষ দাঁড়ায় না আয়নার সামনে
স্মৃতি চারনায় অশেষ মিথ্যা; ডায়লগে বাঁচে একটা দিনে  
সুখ মৃগয়ায় সঁপে জীবন ধরে বাজী নানান উপচারে  
চোখের জলে দুস্থ সময় চিন্ময়ী মা কাটায় অগোচরে
ডায়লগ সুত্রেই আসত যদি প্রতিটি সকাল শ্রদ্ধার দর্শনে  
ঠিক কতটা সুখ কম হত,  হিসাব মেলে না মনে ।


সোনারপুর
১১.০৫.২০২০