কপালে হাত ঠেকালেই পুণ্য  
এক্কেবারে বিনিময় শূন্য
যাওয়া আসার পথের ধারে
সাজানো থরে থরে  
সুন্দর দানপাত্র,  অথবা শীর্ণহাত  
হাত ওঠালেই বাজীমাত।

সোনারপুর
৬/১১/২০২০