আজ প্রভাতে কে বলে গো তুমি নাই
তোমার সকল সৃষ্টি মাঝে নিত্য পরশ পাই  
পাগল হাওয়ায় শ্রাবন এলে বনের মাঝে
কদম শাখায় বাজলে নূপুর সকাল সাঁঝে
আঁধারের দীপ্ত তারায় তোমার দেখা পাই।


দুঃখের আঁধার রাত্রি যখন হানে ভীষণ দহন
ডুবিয়ে পরাণ তোমার সৃষ্টি মাঝে, খুঁজি সুখের যাপন
বুকে রেখে তোমার বাণী ঘুমিয়ে পড়ি, ভুলি সকল বেদন
ঘুমের মাঝেই দেখি তোমায়, দাঁড়িয়ে আছো ছায়ার মতন।  


একটি দিনের নয় গো তুমি, বুকের মাঝে তোমার বাণী
দিয়েছ উজাড় করে ভুবন ভরে, করে গ্যাছো চির ঋণী
স্মরণের বরণমালায় আসন পাতি তোমার চরণখানি চাই    
ভাবনা যত ভাগ করে নিই, তুমি যে হৃদয় জুড়ে সাঁই ।  
  
সোনারপুর
২২শে শ্রাবন ১৪২৮
০৮/০৮/২০২১