রেশমি চুড়ির সুর হৃদয়ে দেয় আলপনা  
নিটোল বাহু জড়িয়ে বাজে চির চেনা    
রিনিঝিনি গুঞ্জনে তার স্বপ্ন ভাসে মনে
পাগল পরাণ খুঁজে বেড়ায় ফুলের বনে      
পথ হারিয়ে চাঁপার বনে পথ খোঁজে না      
প্রেমের পিয়াস চির নবীন ঋতু মানে না ।      


ফুলদানিতে শুকালে ফুল তবুও জেগে থাকে  
নিরব রাতের চাঁদের আলো শরীরে মাখে  
স্বপ্ন দেখে চাঁদ এসেছে তারি পাশে  
ললিত ছন্দে জড়িয়ে বুকে ভালোবাসে      
মিষ্টি রাতের ঝর্না ঝালর আশা জাগায়
সিক্ত প্রেমের আবেশ ধারা হৃদয় ভাসায়।  


জাগলে মাতন রেশমি চুড়ির মন মানে না
ছুঁতে চায় জ্যোৎস্না ভেজা স্নিগ্ধ লাজুক হাসনুহানা।            


সোনারপুর
২৭.০৩.২০২০