তবুও যখন বুঝল সবাই আবাস গুলো গেলো কোথায়  
কি ভাবে এমন হলো ? সোজা কথায় বললে রঙের খেলায়    
তোমার আমি আমার তুমি বাড় বাড়ন্ত স্বার্থের সমঝোতায়  
বোঝা কি খুব কঠিন ! কে আছে কোন ভূমিকায় ?
লজ্জা শরম হারিয়ে নাচে নতুন নতুন নেত্ত কলায়  
কার ঘাড়ে কে রাখবে মাথা এটাই এখন ভাবার সময়।


কার আবাস পাচ্ছে কে ?  খোঁজ করছে বলরাম
গুঞ্জনে উড়ছে লাশের সৌরভ সময় যদি না হয় বাম
বেশ চলছিল দুলকি চালে বোকা চাহনির অন্তরালে
ঘুঘুর বাসায় হিসেব নিকেশ নাড়া বেঁধে তুলসী ডালে
হকের কথায় বন্ধু বিচ্ছেদ এই নিয়মের হয়নি বদল
ফাটিয়ে গলা যে যাই বলুক, ভাবনা গুলো বড্ড অচল।


বেল কুড়াতে লক্ষ নেড়া দিন দুপুরেই ভাঙছে বেড়া
বিচার আচার তুচ্ছ করে কাঁচা হিসেবেই মারছে গেঁড়া
ক্ষমতার কালো হাত করে না ন্যায় অন্যায়ের বাছ বিচার  
দুর্নীতির প্রতিযোগিতায় সমাজ জীবনে নামছে ঘোর অন্ধকার      
কার তোয়াক্কা করে কে ? লুট হয়ে যায় উপযুক্তের অধিকার
কান পাতলেই যাচ্ছে শোনা মানুষের ঘুম ভাঙানো দরকার।

সোনারপুর
৩০/১২/২০২২