রিম ঝিম ঝিম বৃষ্টিরা লুকোচুরি খেলে
ভালোলাগা ভেসে যায় মেঘেদের দলে      
ছোট ছোট খুশী গুলো বাধা মানেনা  
বৃষ্টিতে ভেজে এ মন, কথা শোনেনা
ভালো লাগা কথা গুলো থাকনা গোপন  
হারিয়ে যাই চলো সব কিছু ফেলে।।


ধূসর বরণী ঐ মেঘ ক্ষনে ক্ষনে রঙ বদলায়
বৃষ্টি ভেজা মন কাব্য লেখে সবুজ পাতায়
বলবে জানি মেঘের মতই প্রেম যাবে ভেসে
লাগলে বাতাস এলো মেলো কবিতার পালে।।


২২.০৯.১৭
সোনারপুর