শস্য দানায় জীবন খোঁজে, এতেই মোরগ বাঁচে
পালক ছেঁড়ার যন্ত্রনা সয়ে তবুও খাবার খোঁজে  
যেখানে যা পাওয়া যায়, সেদিকেই সে ছোটে
ভালো মন্দ সব ভুলে যায়;  যদি কিছু জোটে।


ক্ষুধার রাজ্যে সাম্যের  গান কারা কারা গায়  
জন্মেছে প্রাণ নিয়ে, সেটুকু বজায় রাখাই দায়
প্রাণটা রেখে পালক ছিঁড়লে তাও সয়ে যায়
ক্ষমতার কাছে নীতি বোধের কথা কি মানায় ?    


খাদ্য আর খাদকের সম্পর্ক কখনো মধুর হয় !  
শাসক আর শাসিতের সম্পর্ক তেমনটা কি নয় ?  
পালক ছিঁড়ে লাল উষ্ণতায় ভেজালেও মনে ভয়
শস্য দানার নিয়ন্ত্রণ যার হাতে তারই হয় জয়।  


মিষ্টি তবকে মোড়ানো কুইনিন অনায়াসে পায় জয়  
গনতান্ত্রাতিক ব্যবস্থার ফসল কেতাবি; বাস্তবের জমিতে হয়!
দোর্দণ্ড প্রতাপশালী কর্তা বুঝিয়ে ছিলেন চেতনার নির্যাস
কখনো কখনো সে কথাই মনে করিয়ে দেয় ইতিহাস।
  
সোনারপুর
১৫/০৭/২০২৩